
ইরানের বিপ্লবী গার্ড উপসাগরে গ্রীসের তেলবাহী দুইটি ট্যাঙ্কার জাহাজ আটক করেছে। শুক্রবার (২৭ মে) বিকেলে উপসাগরে থাকা এই গ্রিক ট্যাঙ্কার আটক করে ইরানি বাহিনী।
রাশিয়ার একটি ট্যাঙ্কার থেকে জব্দ করা ইরানের তেল ওয়াশিংটনে পাঠানোর কথা এথেন্স নিশ্চিত করার কয়েকদিন পর এ দুই জাহাজা আটক করা হলো।
বিপ্লবী গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে তারা জানায়, ‘আইআরজিসি নৌবাহিনী শুক্রবার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পারস্য উপসাগরে গ্রীসের দুইটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ আটক করেছে।’
গ্রীস ‘জলদস্যুতার’ এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ইরানকে দায়ী করে। খবর এএফপি’র।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]