
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১২০ জন।
আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬৪ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি ৫৪ জনের আঘাত তেমন গুরুতর নয়। অনেককেই প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজকে আবুধাবি পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার ফেটে ঘটেছে এই বিস্ফোরণ।
বিস্ফোরণের ফলে রেস্তোরাঁর আশপাশের বেশ কয়েকটি দোকান ও ছয়টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, ততক্ষণ অস্থায়ীভাবে এই বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]