শিরোনাম
হাইতিতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১০:৫২
হাইতিতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আটলান্টিকের ক্যারিবীয় উপকূলীয় অঞ্চলে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হাইতিতে মৃতের সংখ্যা নয়শ ছাড়িয়ে গেছে। দেশটির কয়েক লাখ লোক অস্থায়ী আশ্রয় শিবিরে অবস্থান করছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের পুনরায় ঘরবাড়ি নির্মাণে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।


রয়টার্স জানায়, ভয়াবহ এই ঘূর্ণিঝড়টি আঘাত হানার সঙ্গে হাইতির জেরেমির ৮০ শতাংশ ভবন ধ্বংস হয়েছে। সেই সঙ্গে সুড নগরীর অন্তত ৩০ হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে।


হতদরিদ্র পরিবারের কাছে বাসস্থান মেরামতের অর্থ নেই। তারা সূর্যের খরতাপ, বৃষ্টি ও মশার যন্ত্রণায় খুবই কষ্টে দিনযাপন করছেন। উদ্ভূত পরিস্থিতিতে তারা সাহায্যের আবেদন জানিয়েছেন।


ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি বলেন, চাল কেনার মতো কোনো অর্থ নেই, কি খাব তা ঈশ্বরই জানেন। এখন শুধু নারকেল খাচ্ছি।


এদিকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জোসেলার্মে প্রিভার্ট ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।


বিবার্তা/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com