শিরোনাম
‘আল্লাহু আকবর’ বলে ব্রিটিশ তরুণীর ওপর হামলা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৬, ১৫:২০
‘আল্লাহু আকবর’ বলে ব্রিটিশ তরুণীর ওপর হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে একটি হোস্টেলে ছুরি হামলায় ২১ বছর বয়সী এক ব্রিটিশ তরুণী নিহত হয়েছেন। এই হামলায় গুরুতর আহত হয়েছেন ৩০ বছর বয়সী অপর এক ব্রিটিশ পুরুষ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৯ বছর বয়সী সন্দেহভাজন এক ফরাসি নাগরিক ‘আল্লাহু আকবর’ বলে এই হামলা চালিয়েছেন।
টাউনসভিল থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ছোট শহরে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে টাউনসভিলের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি অস্ট্রেলিয়ায় সাময়িক ভিসা নিয়ে এসেছেন। তিনি উগ্রবাদী দৃষ্টিভঙ্গির কারণে এই হামলা চালিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে টাউনসভিলে লোক পাঠিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
কুইন্সল্যান্ড পুলিশের ডেপুটি কমিশনার স্টিভ গোলস্কিউস্কি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা কোনো ধরনের উদ্দেশ্যের সম্ভাবনা খারিজ করে দিচ্ছি না। হতে পারে এটি রাজনৈতিক কিংবা শুধু্ই অপরাধমূলক। তদন্তকারীরা মানসিক স্বাস্থ্য সমস্যা কিংবা মাদকের অপব্যবহারজনিত বিষয়গুলোও এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।’ সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com