
ইয়েমেনের হুথিদের শক্তি ও সামর্থ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরাইল।
এ বিষয়ে ইসরাইলের টিভি চ্যানেল-থার্টিনের বিশ্লেষক জিপি ইয়াহযকালি বলেন, ইয়েমেনের হুথিরা এখন ইসরাইলের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। এটা ছোটখাটো কোনো হুমকি নয়।
তিনি আরো বলেন, সৌদি আরব ও সংযুক্ত আমিরাতের পর তারা ইসরাইলকেও টার্গেট করবে। শুধু তাই নয়, হুথিদের কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো ইসরাইল পর্যন্ত পৌঁছাবে।
সম্প্রতি হুথিরা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
‘ইয়েমেনি তুফান-১’ ও ‘ইয়েমেনি তুফান-২’ নামক পৃথক অভিযানের পর হুথি নেতারা বলেন, এই দুই অভিযানের মাধ্যমে দখলদার ইসরাইলকেও বার্তা পৌঁছে দেয়া হয়েছে।
হুথিরা ইসরাইলের ঘোর বিরোধী। তারা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। এ কারণে সম্প্রতি গাজায় ইয়েমেনিদের প্রতি সংহতি জানিয়েছে মিছিল করেছে ফিলিস্তিনিরা।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]