শিরোনাম
ইসরাইল তুরস্কের ভেতর দিয়ে গ্যাস রফতানি করতে পারবে: এরদোগান
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৫৯
ইসরাইল তুরস্কের ভেতর দিয়ে গ্যাস রফতানি করতে পারবে: এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কিছু শর্তে ইসরাইল তুরস্কের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস রফতানি করতে পারবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।


মিডেল ইস্ট আই জানিয়েছে, তুরস্কের পাইপলাইন ব্যবহার করে ইউরোপে গ্যাস রফতানি করার জন্য ২০১৬ সালে আলোচনা করে ইসরাইল-তুরস্ক। সে সময় এই উদ্যোগ আলোর মুখ দেখেনি। উল্টো ওই আলোচনার পর যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রস্তাব দেয় সাইপ্রাসের ভেতর দিয়ে নতুন গ্যাস লাইন তৈরি করতে। আর সেই পাইপ দিয়ে ইউরোপে গ্যাস নিয়ে আসতে।২০২০ সালে এ নিয়ে একটি চুক্তিও হয়েছিল।


ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন সাইপ্রাসের মধ্যে দিয়ে গ্যাস লাইন বানানোর প্রস্তাব দিয়েছিলেন। এমনকি গ্যাস লাইনটি বানানোর জন্য অর্থ দেয়ারও আশ্বাস দেন ট্রাম্প। তবে জো বাইডেন প্রশাসন অনেকটা নিরবে এই প্রজেক্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।


তুরস্ক দাবি করেছে, এই পাইপ লাইন বানাতে সাত থেকে আট বিলিয়ন ডলার খরচ হবে। এত খরচ হবে দেখে যুক্তরাষ্ট্র সরে গেছে।


এরপরই তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের গ্যাস তারা ইউরোপে নিতে আগ্রহী। তবে এজন্য শর্ত মানতে হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com