
কারাগারে মোবাইল ফোন রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও লুকিয়ে কোনো কোনো কয়েদি মোবাইল ফোন রাখার ঝুঁকি নেন। তেমনই এক কয়েদি কারাগারে লুকিয়ে মোবাইল রেখেছিলেন। কিন্তু কর্তৃপক্ষের কাছে ধরা পড়ার ভয়ে সেটা গিলে ফেলেন তিনি। যদিও পরে মোবাইল ফোনটি ওই কয়েদির পেট থেকে বের করা হয়েছে।
ভারতের দিল্লির তিহার কারাগারে এই ঘটনা ঘটে বলে গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।
সাত সেন্টিমিটার লম্বা ও তিন সেন্টিমিটার চওড়া মোবাইল ফোনটি চিকিৎসকরা এন্ডোস্কপির মাধ্যমে ওই কয়েদির মুখ দিয়েই বের করে আনেন।
দিল্লির একটি হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চিকিৎসক ড. সিদ্ধার্থ জানান, কোনো কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়া ওই কয়েদিকে গত ১৫ জানুয়ারি হাসপাতালে আনা হয়। এক্স-রে করে চিকিৎসকরা ধারণা করেন তার পেটে মোবাইল ফোন আছে। এরপর এন্ডোস্কপির মাধ্যমে মুখ দিয়ে মোবাইল ফোনটি বের করে আনা হয়।
ওই কয়েদি এখন সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ড. সিদ্ধার্থ জানান, মোবাইল ফোন গিলে ফেলা কঠিন। তবে অভ্যাস করলে বিষয়টি অসম্ভব নয়। সাধারণত কয়েদিরা কর্তৃপক্ষের কাছ থেকে লুকিয়ে রাখতে মোবাইল ফোন গিলে ফেলা অভ্যাস করেন। তবে এর জন্য অবশ্যই দক্ষতা থাকা দরকার।
ড. সিদ্ধার্থই এ ধরনের অন্তত ১০ রোগীর চিকিৎসা করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]