শিরোনাম
এবার মিত্রদের সামরিক প্রযুক্তি দেবে ইরান
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৬:৫৬
এবার মিত্রদের সামরিক প্রযুক্তি দেবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরান মিত্র ও বন্ধুপ্রতীম দেশগুলোকে সর্বাধুনিক সামরিক প্রযুক্তি দেবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি। মঙ্গলবার (১৯ জানুয়ারি) তেহরানে নিযুক্ত বিদেশি সামরিক অ্যাটাশে’দের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।


হাবিবুল্লাহ সাইয়্যারি বলেন, সামরিক শক্তি ও সমরাস্ত্র নির্মাণে ইরান প্রয়োজনীয় বৈজ্ঞানিক সক্ষমতা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বিশ্বের বহু দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হওয়ার পাশাপাশি কোনো কোনো দেশের সঙ্গে সামরিক খাতে সহযোগিতা শুরু করেছে ইরান। কাজেই তেহরান এখন প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে অত্যাধুনিক বৈজ্ঞানিক ও সামরিক প্রযুক্তি রফতানি করতে প্রস্তুত।


তিনি বলেন বলেন, পক্ষান্তরে প্রতিবেশী দেশগুলোকেও ইরানের আত্মরক্ষামূলক প্রতিরক্ষানীতি উপলব্ধি করতে হবে। কারণ, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সামরিক খাতসহ সকল খাতে সমন্বয় ও সহযোগিতা বিরাজ করবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com