শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ১
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১৩:২৭
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ১
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ইস্ট হার্টফোর্ড শহরের প্রধান সড়কের উপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এক যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশসূত্রে জানা যায়, প্রশিক্ষণরত বিমানটি ইস্ট হার্টফোর্ডের ব্রাইনার্ড বিমানবন্দরে অবতণের কথা ছিল। অবতরণের পাঁচ মিনিট আগেই দুর্ঘটনায় পতিত হয় বিমানটি।


ইস্ট হার্টফোর্ড শহরের প্রধান সড়কের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থী পাইলটের চালানো বিমানটি বিধ্বস্তের আগে ঠকঠক করে একটি শব্দ করছিল। যা শুনে তারা ভীষণ ভয় পেয়েছিল। এক পর্যায়ে বিমানটি এসে তাদের দোকানের সামনেই বিধ্বস্ত হয়। রাস্তার উপর পড়ার সঙ্গেসঙ্গেই বিমানটিতে আগুন জ্বলতে দেখেন তারা।


পুলিশ, দমকলবাহিনী ও অ্যাম্বুলেন্সকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত পাইলট সবিমানের ক্রুসহ সড়কের দুই গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয় সেন্ট ফ্রান্সিস হাসপাতালে ভর্তি করে।


দুর্ঘটনার ফলে ইস্ট হার্টফোর্ডের পাঁচ শতাধিক বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশ্বখ্যাত বিমান প্রস্তুতকারী কারখানা ‘প্রাট অ্যান্ড হুইটনি’র কাছে এ বিমানটি বিধ্বস্ত হওয়ায় অনেকেই আতংকিত হয়ে পড়েন।


ইস্ট হার্টফোর্ডের মেয়র মার্সিয়া লেক্লের্ক আহত একযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, এটি একটি দুর্ঘটনা মাত্র। এতে স্থানীয় বাসিন্দাদের ভয়ের কিছুই নেই। এফবিআইসহ আইনপ্রয়োগকারী সংস্থা বিমান দুর্ঘটনায় বিষয়টি তদন্ত করছেন বলে তিনি উল্লেখ করেন।


বিবার্তা/খোকন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com