
কবি সুকুমার রায় সেই কবেই তার বিখ্যাত গোঁফ চুরি কবিতায় লিখেছিলেন, গোঁফ দিয়ে যায় চেনা। সেই কবিতার মূলসুর মাথায় রেখেই হয়তো নিজের সাধের গোঁফখানা ছাঁটতে অস্বীকার করছিলেন এক পুলিশ কনস্টেবল।
এর মূল্যও অবশ্য তাকে চুকাতে হয়েছে। চুল না কাটায় আর ‘অদ্ভূত’ এবং ‘বিদঘুটে’ গোঁফ না ছাঁটায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভারতের মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কনস্টেবল রাকেশ রানা রাজ্য পুলিশের টান্সপোর্ট বিভাগের গাড়িচালক পদে কর্মরত। গোঁফ ছাঁটার নির্দেশ দিলেও মানেননি তিনি। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে এক নির্দেশনায় বলা হয়েছে।
ওই নির্দেশনায় আরো বলা হয়, রানার গোঁফ অন্য কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছিলো।
এদিকে একে ‘আত্মসম্মানের’ বিষয় হিসেবে উল্লেখ করে রানা তার গোঁফ ছাঁটতে অস্বীকার করেন।
তিনি ঘোষণা দেন, আমি একজন রাজপুত, আর আমার গোঁফ আমার গর্ব।
এ ব্যাপারে পুলিশের সহকারী মহাপরিদর্শ প্রশান্ত শর্মা জানান, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশনা না মানায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]