শিরোনাম
‘বুল্লি বাই’ অ্যাপ নির্মাতার আত্মহত্যার চেষ্টা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ১০:৩৮
‘বুল্লি বাই’ অ্যাপ নির্মাতার আত্মহত্যার চেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে মুসলিম নারীদের নিলামে অভিযুক্ত ‘বুল্লি বাই’ অ্যাপের নির্মাতা ও প্রধান অভিযুক্ত নীরাজ বিষ্ণই আত্মহত্যার চেষ্টা করেছেন।


শনিবার (৮ জানুয়ারি) দিল্লি পুলিশের হেফাজতে থাকার সময় দুই দফায় আত্মহত্যার চেষ্টা চালান তিনি। নিজের ক্ষতি করার আগে তিনি আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) স্পেশাল সেলের ডিসিপি কেপিএস মালহোত্রা জানিয়েছেন, মুসলিম নারীদের নিলামে অভিযুক্ত ‘বুল্লি বাই’ অ্যাপের নির্মাতা নীরাজ বিষ্ণই পুলিশি হেফাজতে আত্মহত্যা করার হুমকি দিয়েছে। পরে প্রধান অভিযুক্ত এই যুবক দু’বার নিজের ক্ষতি করার চেষ্টা করে।


সংবাদমাধ্যমগুলো বলছে, নীরাজ বিষ্ণইয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং দু’বার নিজের ক্ষতি করার চেষ্টা করলেও তার কোনো আঘাত লাগেনি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মানসিক অবস্থার কারণেই ওই যুবক আত্মহত্যার হুমকি দিয়ে থাকতে পারেন। অথবা মামলার তদন্ত প্রক্রিয়া বিলম্বিত করতেও তিনি এমনটি করে থাকতে পারেন বলে মনে করছে দিল্লি পুলিশ।


এদিকে নীরাজ বিষ্ণইকে গ্রেফতারের পরই বুল্লি বাই তদন্তে নতুন মোড় নিতে শুরু করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্পেশাল সেলের ডিসিপি মালহোত্রা জানিয়েছেন, ‘অভিযুক্ত ‘সুল্লি ডিলস’-এর নির্মাতাদের চেনে বলে স্বীকার করেছে। ওই অ্যাপেও মহিলাদের ছবি নিলাম করা হতো।’


উল্লেখ্য, ২১ বছর বয়সি নীরাজ ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একটি ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। চলতি সপ্তাহে আসামের জোরহাট জেলা থেকে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে।


পুলিশ ইতোমধ্যেই মাইক্রোসফটের মালিকানাধীন সফটওয়্যার-শেয়ারিং প্লাটফর্ম গিটহাবে হোস্ট করা এই অ্যাপটি তৈরি করতে ব্যবহৃত ডিভাইসটি উদ্ধার করেছে। অবশ্য ঘটনাটি প্রকাশ্যে আসার পর গিটহাব প্রাথমিকভাবে বুল্লি বাই অ্যাপটিকে ব্লক করে দিয়েছিলো। পরে অ্যাপটি ডিলিট হয়ে যায়।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com