শিরোনাম
ট্রাম্পের সমর্থন বাতিলের আহ্বান ওবামার
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১১:২৫
ট্রাম্পের সমর্থন বাতিলের আহ্বান ওবামার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করতে সিনিয়র রিপাবলিকান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার সন্ধ্যায় নর্থ ক্যারোলাইনার গ্রিনসবোরোতে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে এক প্রচারণা সমাবেশে তিনি এ আহ্বান জানান।


সমাবেশে ওবামা বলেন, ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের নিন্দা জানানোর ভাষা নাই। কিন্তু তাকে হোয়াইট হাউসে নিতে এখনো সমর্থন জানানো হচ্ছে।


ওবামা রিপাবলিকান নেতাদের প্রতি প্রশ্ন তুলে বলেন, রিপাবলিকান দলের সিনিয়র নেতারা এখনো এটা কিভাবে চাচ্ছেন যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। নারীদের ব্যাপারে বেফাঁস মন্তব্য করায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা হারিয়েছেন। এমনকি তার কোনো দোকানে কাজ করারও যোগ্যতা নেই বলে ওবামা উল্লেখ করেন।


উল্লেখ্য, সম্প্রতি ২০০৫ সালে ধারণকৃত একটি ভিডিওটেপ ফাঁস হয়। যেখানে ট্রাম্পকে নারীদের নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করতে শোনা গেছে। এর প্রেক্ষিতে অনেক সিনিয়র রিপাবলিকান নেতা ট্রাম্পের ওপর থেকে তাদের সমর্থন তুলে নিয়েছেন। এছাড়া তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি তুলেছেন। অবশ্য ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। তিনি তার সমর্থকদের হতাশ করবেন না।


ট্রাম্প নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন থেকে শুরু করে প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় তাকে। তবে এবার নিজের দলের নেতাদের সম্পর্কেই কটূক্তি করেছেন মার্কিন এ ধনকুবের। রিপাবলিকান পার্টির নেতা পল রায়ানের সমর্থন হারানোর পর তাকে ‘দুর্বল ও অকার্যকর’ একজন নেতা বলে উল্লেখ করার পাশাপাশি তিনি জন ম্যাককেইনকেও নোংরা মুখো বলে গালি দিয়েছেন।


কিন্তু এসব মন্তব্যের কারণে ডোনাল্ড ট্রাম্প যেন সমর্থনই হারাচ্ছেন। তার বিরুদ্ধে বিক্ষোভও হয়ে গেছে। রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছিলেন এমন একজন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প একজন যৌন শিকারির মতো আচরণ করেন। রিপাবলিকান পার্টি যে বিকৃত দানব তৈরি করেছে তাদের উচিত তার দায়িত্ব নেয়া।’


ট্রাম্প এখন কার্যত যেন আর রিপাবলিকান পার্টির প্রার্থী নন। তিনি যেন একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নানা বিতর্কের মাঝেই ট্রাম্প বলেন, তিনি এখন শেকলমুক্ত হয়েছেন। নির্বাচনে জেতার জন্য ডেমোক্রেট নয়; বরং তার নিজের দল রিপাবলিকানরাই তার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: বিবিসি


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com