শিরোনাম
‘ভারতে ডেল্টার চেয়েও দ্রুত ছড়াবে ওমিক্রন’
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ১২:৫৯
‘ভারতে ডেল্টার চেয়েও দ্রুত ছড়াবে ওমিক্রন’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ আগামী দুই মাসে (জানুয়ারি ও ফেব্রুয়ারি) ডেল্টার চেয়েও দ্রুত গতিতে বাড়তে পারে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।


ওই কর্মকর্তা বলছেন, ওমিক্রন দ্রুত ছড়ালেও এর লক্ষণ হবে মৃদু। তিনি আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে পরামর্শ দিয়েছেন।


ভারতের ওই স্বাস্থ্য কর্মকর্তা মনে করেন, সংক্রমণশীল রোগটি (করোনা) অন্তিম ধাপের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সংক্রমণ বেশি দেখাবে ঠিকই, কিন্তু এতে গুরুতর অসুস্থতা তেমন দেখা যাবে না।


এ পরিস্থিতিতে ভারতের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৪ জন।


এর মধ্যে কেরালায় আক্রান্ত ৩ হাজার ৩৭৭ জন। বাকি সব রাজ্যেই তা এক হাজারের নিচে রয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৬২৮ জন।


ভারতের কেরালা রাজ্য ছাড়া দেশটির সব রাজ্যেই কম রয়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৪৭ জনের। এর মধ্যে ১৭৪ জন কেরালায়। মহারাষ্ট্রে ২৪, পশ্চিমবঙ্গে ১০, তালিমনাড়ুতে ৯ এবং কর্নাটনে ৭ জন। বাকি রাজ্যগুলোতে মৃতের সংখ্যা আরও কম।


দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই ভারতে কমতে শুরু করেছিল সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টা তা কমেছে প্রায় দেড় হাজার। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৮৭ হাজার ৫৬২ জন।


বিবার্তা/কেআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com