শিরোনাম
ভারতে ২৫ জনের ওমিক্রন শনাক্ত
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ২০:১২
ভারতে ২৫ জনের ওমিক্রন শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রতিবেশী দেশ ভারতে ২৫ জনের শরীরের করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপস্থিতি পাওয়া গিয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ২৫ নভেম্বরের পর এখন পর্যন্ত ৫৯টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে।


সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, ‘ভারতে যে ২৫ জন রোগীর শরীরে ওমিক্রন ধরা পড়েছে, তাদের কারো শরীরেই উপসর্গ গুরুতর নয়। অধিকাংশেরই উপসর্গ মৃদু।


ভারতে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল কর্নাটকে। সেখানে দুই ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত এবং পরে তিনি দেশ ছেড়ে দুবাই চলে যান। দ্বিতীয় জন স্বাস্থ্যকর্মী, কিন্তু তিনি বিদেশে যাননি। কীভাবে তিনি আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।


এরপর গুজরাটের জামনগরে আরো এক জনের শরীরে ওমিক্রন পাওয়া যায়। মুম্বাইয়ে এক মেরিন ইঞ্জিনিয়ারের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গিয়েছে। এরপর ধরা পড়ে দিল্লিতেও। আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে দিল্লিতে ফিরেছিলেন। সম্প্রতি রাজস্থানে দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের চার ব্যক্তির শরীরে পাওয়া গিয়েছে ওমিক্রন। শুক্রবার (১০ ডিসেম্বর) গুজরাটে আরো দু’জনের শরীরে ওমিক্রন ধরা পড়ে। সূত্র: এনডিটিভি


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com