
ফ্রান্স এবং ইউরোপের কয়েকটি দেশ আফগানিস্তানে কূটনৈতিক পাঠানোর চিন্তা করছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইউরোপের এসব দেশ একটি অভিন্ন দূতাবাসে প্রতিনিধি নিয়োগ দেবে বলে জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার। শনিবার (৪ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় এসব কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট।
ইমানুয়েল ম্যাক্রন বলেন, আমরা ইউরোপের কয়েকটি দেশ মিলে একটি সংস্থা তৈরি করতে যাচ্ছি যেখানে ইউরোপের দেশগুলো তাদের রাষ্ট্রদূত নিয়োগ দেবে এবং তারাই ইউরোপের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তবে এর মধ্যদিয়ে তালেবান সরকারকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে স্বীকৃতি দেয়া হবে না।
এর আগে তালেবানের সঙ্গে আলোচনার পর গত ২৮ নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, শিগগিরই তারা আফগানিস্তানে একটি মিশন খুলতে পারে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]