শিরোনাম
যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ঘনিষ্ঠ হচ্ছে চীন-রাশিয়া
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ২১:২১
যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ঘনিষ্ঠ হচ্ছে চীন-রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক চাপ বেড়ে যাওয়ার পেক্ষাপটে রাশিয়া ও চীন এ খাতে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য একটি রোডম্যাপে সই করেছে। খবর ফার্স নিউজের।


বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করেন এবং সেখানে তারা সামরিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে অভিন্ন আগ্রহের কথা ব্যক্ত করেন। দুই মন্ত্রী বলেন, কৌশলগত সামরিক মহড়া ও দুই পক্ষের মধ্যে যৌথ টহল বাড়াতে হবে।


রুশ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু চীনের সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি সহযোগিতা চুক্তিতে সই করেছেন। বেশ আগে থেকেই রাশিয়া ও চীন জাপান সাগর এবং পূর্ব চীন সাগরসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নৌ টহল দিয়ে আসছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com