শিরোনাম
মালিতে ফের হামলা, নিহত ১৪
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৪:১৩
মালিতে ফের হামলা, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালিতে শনিবার এক হামলায় সরকার সমর্থক মিলিশিয়া বাহিনীর ১৪ যোদ্ধা নিহত হয়েছে। মিলিশিয়া বাহিনীটির পক্ষ থেকে একথা বলা হয়েছে। এরা ২০১৫ সালে সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। সর্বশেষ এই হামলার জন্য সাবেক বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে।

 

জিএটিআইএ’র মহাসচিব ফাহাদ আগ আদলামহৌদ বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় কিদাল অঞ্চলের তিন-আসাকোর কাছে একটি চৌকিতে শনিবারের হামলাটি চালানো হয়। এতে ১৪ জন নিহত হয়। তিনি এ হামলার জন্যে কোঅর্ডিনেশন অব আজাওয়াদ মুভমেন্টের সাবেক বিদ্রোহীদের প্রতি ইঙ্গিত করেন।

 

একটি শক্তিশালী আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রায় ৭৭ জন নিহত ও ১২০ জন আহত হওয়ার মাত্র তিন দিন পর এই হামলা চালানো হল। গাওয়ের উত্তরাঞ্চলে সাবেক বিদ্রোহী ও সরকার সমর্থক মিলিশিয়াদের বাসস্থানকে লক্ষ্য করে বুধবারের হামলাটি চালানো হয়।

 

আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেবের (একিউআইএম) মিত্র আলজেরিয়ান জিহাদি সংগঠন মোখতার বেলমোখতার আত্মঘাতী হামলার দায় স্বীকার করে। এটি মালিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

 

মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কিতার ঘোষণাকৃত তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে ওই আত্মঘাতী হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতে শনিবার কয়েকশ মানুষ রাজধানী বামাকোতে জমায়েত হয়। সূত্র: ইয়াহু নিউজ

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com