শিরোনাম
পাপুয়ায় ৭.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১২:৪১
পাপুয়ায় ৭.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৯। ভূমকিম্পের প্রভাবে আগামী তিন ঘণ্টার মধ্যে দেশটিতে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।


রবিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানায়, এর আঘাতে এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎসস্থল ছিল পাপুয়া নিউ গিনির বোগেইনভিল দ্বীপের আরওয়ার ৪৭ কিলোমিটার পশ্চিমে, ভূ-পৃষ্ঠ থেকে ১৩৬ কিলোমিটার গভীরে।


এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র পাপুয়া নিউগিনিসহ আরো কয়েকটি দেশে ‘বিপজ্জনক সুনামি’ সতর্কতা জারি করেছে । এতে বলা হয়, আগামী তিন ঘণ্টার মধ্যে পাপুয়া নিউ গিনির উপকূলীয় অঞ্চলসহ, সলোমন দ্বীপ, নাউরু, পনপেই, কোসরা, ভানুয়াতু, চুক ও ইন্দোনেশিয়ায় সুনামি আঘাত হানতে পারে।


প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। সূত্র: এবিসি ডটনেট


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com