শিরোনাম
মার্কিন বোমা হামলায় ৮০ আইএস জঙ্গি সদস্য নিহত
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ০২:৫৪
মার্কিন বোমা হামলায় ৮০ আইএস জঙ্গি সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিবিয়ায় মার্কিন বোমা হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ৮০ জনেরও বেশি জঙ্গি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।


বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পেন্টাগন জানিয়েছে, মার্কিন বি-২ বোমারু বিমান ও ড্রোন থেকে লিবিয়ার সির্তে শহরে আইএস লক্ষবস্তুতে রাতের আঁধারে এসব হামলা চালানো হয়।


লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে মার্কিন বাহিনীর হাতে নিহত হওয়ার পর তার নিজ শহর সির্তে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের দখলে চলে যায়।


এসব গ্রুপের মধ্যে চলা দ্বন্দ্ব-সংঘাতের সুযোগ নিয়ে ২০১৫ সালে এ শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় আইএস জঙ্গিরা। ২০১৬ সালের মে থেকে লিবিয়ায় আইএস লক্ষবস্তুতে হামলা শুরু করে মার্কিন নেতৃত্বাধিন বাহিনী।


বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কারটার গণমাধ্যমকে বলেন, ইউরোপে হামলা করার জন্য মুখিয়ে আছে আইএস জঙ্গিরা। তাই তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই নির্মূল করা হবে। সূত্র: আল-জাজিরা।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com