শিরোনাম
'এই ভ্রমণ যেন কখনও শেষ না হয়'
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ০২:৩৫
'এই ভ্রমণ যেন কখনও শেষ না হয়'
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিমানের ইকনমি ক্লাসের টিকিট ক্রয় করে রাজকীয়ভাবে সফর করা বেশ মজাদায়ক। আর এটি ভালভাবে উপভোগ করলেন ব্রিটিশ তিন তরুণী। জিব্রাল্টার থেকে লন্ডন যাওয়ার ২ ঘণ্টার ৪০ মিনিটের সফরে তারা নিজেদের অন্য জগতের মানুষ বলে ভেবেছিলেন।



ল্যুরা স্টিভেনস(৩৪), সারা হান্ট(৩৫) ও লরি লিন ওয়ালার(৩৩) তিন বন্ধু ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন। অনলাইনে জানতে পারেন বিমান তিন ঘণ্টা দেরিতে চলছে। আরও একটু সময় শহরে ঘুরে তিন ঘণ্টা পরে এয়ারপোর্টে ফেরেন তারা। সেখানে গিয়ে জানতে পারেন যে ওই বিমানের বাকি সব যাত্রীকে আগের একটি বিমানে পাঠিয়ে দেয়া হয়েছে। বাকি আছেন শুধু এই তিন জন। ফলে ১৫০ যাত্রীর বিমান কেবল এই তিন জনকে নিয়েই রওয়া দেয়।



এরপর জমে ওঠে বিমান ভ্রমণ। ইকনমি ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও বিজনেস ক্লাসে তাদের চলে আসতে বলেন কেবিন ক্রু রা। সেখানে নানা রকম খাবার-দাবার, অঢেল শ্যাম্পেনে ভাসিয়ে দেয়া হয় তাদের। এমনকি পাইলটের অনুরোধে ককপিটে গিয়ে সেলফিও তোলেন তারা। গোটা বিমানে ইচ্ছেমতো হাসি-ঠাট্টা, হুড়োহুড়ি করে বেড়াচ্ছিলেন তারা। এই ভ্রমণ যেন কখনও শেষ না হয়, এটাই তাদের চাওয়া।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com