শিরোনাম
ভারতে ডেল্টার আরো একটি উপপ্রজাতি শনাক্ত
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ১৩:৪৬
ভারতে ডেল্টার আরো একটি উপপ্রজাতি শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরণ ডেল্টার আর একটি উপপ্রজাতি শনাক্ত করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। উপপ্রজাতিটির বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে এওয়াই পয়েন্ট ৪।


সেপ্টেম্বরে ভারতের মধ্য প্রদেশের ইন্দোর শহরে এই ধরণটির সন্ধান পাওয়া যায় বলে রবিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


ভারতের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) তাদের জিনোম সিকোয়েন্সিং প্রতিবেদনে জানিয়েছে, এ পর্যন্ত ইন্দোরে এই ভাইরাসটিতে ৭ জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে এনসিডিসি।


তাদের মধ্যে দুজন সেনা কর্মকর্তা, বর্তমানে কর্মসূত্রে ইন্দোরের মহু সেনানিবাসে আছেন তারা।


এছাড়া, দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে এ পর্যন্ত যতজন করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের অন্তত এক শতাংশের জন্য এই ধরণটি দায়ী বলেও জানতে পেরেছে এনসিডিসি।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com