শিরোনাম
সীমান্ত সুরক্ষায় নতুন আইন করলো চীন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০৯:৫০
সীমান্ত সুরক্ষায় নতুন আইন করলো চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীন নিজেদের সীমান্ত এলাকা সুরক্ষার জন্য নতুন করে আইন পাস করেছে । এই আইনের ফলে আরো জোরালো হলো চীনের সীমানা সুরক্ষা।


চীন এমন সময়ে এই আইন পাস করলো, যখন পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে অচলাবস্থা বিরাজ করছে। রয়টার্স।


চীনের স্থলসীমান্ত নতুন এই আইন আগামী বছরের প্রথম দিক থেকে কার্যকর হবে। এ আইনে বলা হয়েছে- যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিলে চীন তার সীমান্ত বন্ধ করে দিতে পারবে। ভৌগোলিক সার্বভৌমত্ব এবং স্থল সীমান্ত নিরাপত্তা সুরক্ষায় দেশ কার্যকর পদক্ষেপ নেবে।


তবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে এ আইনে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি। এতে বলা হয়েছে- সশস্ত্র বাহিনী এবং সামরিক পুলিশ সীমান্তে আগ্রাসন, অনুপ্রবেশ কিংবা যেকোনো উস্কানি মোকাবেলার জন্য দায়িত্ব পালন করবে।


সীমান্তের বাইরে থেকে যাতে চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের অনুপ্রবেশ ঘটতে না পারে তা নিশ্চিত করার জন্য চীন চেষ্টা চালাচ্ছে। নতুন এই আইন তার অংশ হতে পারে।


উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সীমান্তে অচলাবস্থা অব্যাহত রয়েছে চীনের। পশ্চিম হিমালয় অঞ্চলে দুই দেশের সেনাবাহিনী অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে। মাঝেমধ্যেই দু’পক্ষ সীমান্তরেখা লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করছে।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com