শিরোনাম
স্ত্রীর সঙ্গে ‘অসহ্য’ জীবন থেকে মুক্তি পেতে জেলে যাওয়ার আবেদন!
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০৯:৩৩
স্ত্রীর সঙ্গে ‘অসহ্য’ জীবন থেকে মুক্তি পেতে জেলে যাওয়ার আবেদন!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতালিতে এক লোক নিজ থেকেই পুলিশের কাছে আবেদন করেছেন, তাকে যেন জেলে পাঠানো হয়। কারণ, তার কাছে মনে হচ্ছে, স্ত্রীর সঙ্গে বাড়িতে থাকার চেয়ে জেলে যাওয়াই উত্তম! খবর এএফপির।


রবিবার (২৪ অক্টোবর) ইতালীয় পুলিশ জানিয়েছে, দেশটির গুইডোনিয়া মন্টেসেলিও এলাকায় ‘হাউজ অ্যারেস্ট’ (গৃহবন্দি) থাকা ৩০ বছর বয়সী এক আলবেনীয় নাগরিক স্বেচ্ছায় জেলে যাওয়ার আবেদন করেছেন।


এক বিবৃতিতে কারাবিনিয়েরি পুলিশ জানিয়েছে, ওই লোক বলেছেন, স্ত্রীর সঙ্গে জোরপূর্বক বসবাস তিনি আর সহ্য করতে পারছেন না। এ কারণে সাজার বাকি অংশ কারাগারে কাটানোর আবেদন করেছেন।


তিভোলি কারাবিনিয়েরির ক্যাপ্টেন ফ্রান্সেস্কো গিয়াকোমো ফেরান্তে জানিয়েছেন, ওই ব্যক্তি মাদক সংক্রান্ত অপরাধে কয়েক মাস যাবৎ গৃহবন্দি। তার এখনো কয়েক বছরের সাজা বাকি।


ওই লোকের প্রসঙ্গে ক্যাপ্টেন ফেরান্তে আরো বলেন, তিনি বাড়িতে স্ত্রী ও পরিবারের সঙ্গে থাকতেন। কিন্তু সেটি ভালো যাচ্ছিলো না। তিনি আমাদের বললেন, আমার পারিবারিক জীবন নরকে পরিণত হয়েছে, এসব আর সহ্য করতে পারছি না, আমি জেলে যেতে চাই।


জানা গেছে, ঘটনাক্রমে ওই ব্যক্তিকে হাউজ অ্যারেস্টের শর্ত লঙ্ঘনের দায়ে ফের গ্রেফতার করা হয় এবং স্থানীয় বিচারিক কর্তৃপক্ষ তাকে কারাগারে স্থানান্তরের আদেশ দেন। অর্থাৎ, স্ত্রী থেকে দূরে যেতে সত্যি সত্যি শেষপর্যন্ত জেলে গিয়েছেন তিনি।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com