শিরোনাম
দলে ভিড়তে আফগান জনগণের প্রতি আইএস'র আহ্বান
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০৯:৩৭
দলে ভিড়তে আফগান জনগণের প্রতি আইএস'র আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের উরুজগান প্রদেশের দাহরাউদ জেলায় জঙ্গিগোষ্ঠী আইএস তাদের কালো পতাকা উড়িয়েছে।


দাহরাউদ শহরের স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে আফগানিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তোলো রবিবার (২৪ অক্টোবর) এ খবর জানিয়েছে।


সূত্রগুলো বলছে, আইএস পাঁচদিন আগে থেকে দাহরাউদ শহরে নিজেদের পতাকা উড়িয়েছে। জঙ্গিরা তাদের দলে ভিড়তে এই জেলার জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।


আইএস জঙ্গিরা জেলার জোরতালি ও মোরচি গ্রাম এবং জেলা-সদর দাহরাউদের মসজিদগুলোতে চিঠি পাঠিয়ে আফগান জনগণকে তাদের দলে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, যে কেউ আইএসে যোগ দিলে তাকে ৩০ হাজার আফগানি মুদ্রা দেয়া হবে।


আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার এই খবরের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।


তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, শিগগিরই আফগানিস্তান থেকে এই গোষ্ঠীর মূলোৎপাটন করা হবে।


আফগানিস্তানে গত কয়েক সপ্তাহে অন্তত দু’টি শিয়া মসজিদে দায়েশের ভয়াবহ বোমা হামলায় কয়েকশ' মুসল্লি হতাহত হয়েছেন।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com