শিরোনাম
বিশ্বজুড়ে কমেছে শনাক্ত ও মৃত্যু
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০৮:৫২
বিশ্বজুড়ে কমেছে শনাক্ত ও মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে করোনায় গত একদিনে অনেকটাই কমে এসেছে শনাক্ত ও মৃত্যু। একদিনে বিশ্বজুড়ে নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৬৮ জনের। শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৮ হাজারের বেশি মানুষ।


ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৪৪ লাখ ২৩ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৬৩ হাজার ৬৫৩ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১৪ লাখের বেশি মানুষ।


করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ১২ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৩৬২ জনের।


করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৭৪৩ জনের।


তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৭ লাখ ২৯ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫ হাজার ৬৮২ জনের।


তালিকায় ২৯ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮২৩ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৮ হাজার ৫৪২ জন। এদের মধ্যে ১৩৮২ জনের অবস্থা গুরুতর।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com