শিরোনাম
তেহরানে ভবন ধসে ৩০ ফায়ার সার্ভিসকর্মী নিহত
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৭:৩৮
তেহরানে ভবন ধসে ৩০ ফায়ার সার্ভিসকর্মী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের রাজধানী তেহরানে একটি বাণিজ্যিক ভবন আগুন লাগার পর ভবনটি ধ্বসে পড়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন ফায়ার সার্ভিসকর্মী নিহত হয়েছেন।


দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানানো হয়েছে।


বৃহস্পতিবার তেহরানের প্লাসকো ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের বিষয়টি নিয়ে দেশটির গণমাধ্যমগুলো পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে।
ইরানের জরুরি মেডিক্যাল সার্ভিসের প্রধান পীর হোসাইন কলিভান্ড বলেন, এ ঘটনায় অনেক অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন।


ইরান নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় ৩০০ জন আহতকে চিকিৎসা দেয়া হয়েছে।
সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে প্রায় ৩০ জন অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছে।


স্টেট টেলিভিশিন জানিয়েছে, আগুন লাগার পর ২০০ অগ্নিনির্বাপক কর্মী তা নিয়ন্ত্রণে সকাল ৮টা থেকে কাজ করছিলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ধ্বসের ঘটনা ঘটে। সূত্র: আল জাজিরা


বিবার্তা/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com