শিরোনাম
আইএস ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে তালেবান সরকার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ১১:৩৬
আইএস ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে তালেবান সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তালেবানের পুনরুত্থানের পর আফগানিস্তানে হামলার মাত্রা বাড়িয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী। এসব হামলায় নিহত হয়েছেন অসংখ্য মানুষ। হামলা ঠেকানো এবং আইএসের দাপট কমাতে তালেবান সরকার নিজেদের তৎপরতা বাড়িয়েছে। গত এক মাসের মধ্যে গ্রেফতার করা হয়েছে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট ২৫০ জঙ্গিকে।


তালেবান সরকারের এক কর্মকর্তার বরাতে আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।


খবরে বলা হয়, গত এক মাসে আইএসসংশ্লিষ্ট ২৫০ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। যাদের অধিকাংশই জেল থেকে পালানো ব্যক্তি।


তালেবান সরকারের ওই কর্মকর্তা বলেন, তাদের কিছু পরিকল্পনা ছিল বিস্ফোরণ ঘটানো, কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়, তাদের দশটি হামলা ব্যর্থ হয়েছে।


সম্প্রতি কুন্দুজ ও কান্দাহারে ভয়াবহ দুটি হামলার দায় স্বীকার করেছে আইএস।


সেনাবাহিনীর সাবেক সদস্য সাদিক শিনওয়ারি বলেন, আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার উচিত এ গোষ্ঠীর অভয়ারণ্য এবং সমর্থকদের শনাক্ত করে তাদের নির্মূল করা। অন্যথায় এটি ভবিষ্যতে আফগানিস্তানের জন্য একটি বড় বিপদের কারণ হবে।


বিবার্তা/জেএইচ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com