শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইসরাইল মুসলিম বিশ্বকে বিভক্তের ষড়যন্ত্র করছে: হিজবুল্লাহ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ১৭:১৭
যুক্তরাষ্ট্র-ইসরাইল মুসলিম বিশ্বকে বিভক্তের ষড়যন্ত্র করছে: হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিম বিশ্বকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।


তিনি বলেন, গত ১০ বছর ধরে আমরা মুসলিম ও আরব বিশ্বে এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্র দেখেছি যার মারাত্মক প্রতিক্রিয়া হয়েছে।


হাসান নাসরুল্লাহ বলেন, গত এক দশকে আমরা কঠিন সময় পার করেছি। এই সময়ে প্রথমবারের মতো মনে হয়েছে- মুসলিম বিশ্ব এবং মুসলিম জাতিগুলোর সম্পর্ক খাদের কিনারায় পৌঁছেছিল এবং এটাই চেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল। তবে এরপরেও মুসলিম ঐক্য ধরে রাখার জন্য যারা আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হবে।


হিজবুল্লাহ মহাসচিব বলেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের পর মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়। গত দশকের প্রথম দিকে যখন মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের বিরুদ্ধে ইসলামি জাগরণ শুরু হয় তখন থেকে মুসলিম ঐক্য প্রতিষ্ঠার জন্য বহু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং মুসলিম বিশ্ব বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। লক্ষ্যণীয় যে, এরপরও যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের হুমকি এবং ষড়যন্ত্র থেমে নেই বরং তাদের প্রচেষ্টা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com