শিরোনাম
নেপালে ৩ মিনিটে দুবার ভূমিকম্প
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০৮:৩১
নেপালে ৩ মিনিটে দুবার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেপালে মাত্র তিন মিনিটের মধ্যে দুটি ভূমিকম্প হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।


সোমবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ১। এর মাত্র তিন মিনিট পর প্রায় একই স্থানে ৪ মাত্রার একটি কম্পন অনুভূত হয়।


এ দুই ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতলের একাংশ। কম্পন অনুভূত হয় সিকিমের একাংশেও। নেপালে কাঠমান্ডুর কাছে সিন্ধুপালচক জেলায় ছিলো কম্পনের উৎসস্থল।


এদিকে, ভারতীয় ভূকম্পবিষয়ক সংস্থা জানিয়েছে, ভারতীয় স্থানীয় সময় দুপুর ১টা ৩১ মিনিটে আরো একটি কম্পন অনুভূত হয়েছে নেপালে। কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বে ছিলো এর উপকেন্দ্র। কম্পনের কেন্দ্র ছিলো ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।


হিমালয়ের অবস্থান এবং জটিল ভূগঠনের কারণে নেপাল বরাবরই কম্পনপ্রবণ। ২০১৫ সালে ভয়াবহ এক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিলো কাঠমান্ডুসহ দেশের একটি বিশাল অংশ। সোমবার পরপর তিন ভূমিকম্পে সে বারের শঙ্কা ফিরেছে দেশটির বাসিন্দাদের মনে।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com