শিরোনাম
শিগগিরই পরমাণু আলোচনা শুরু করবে ইরান
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ১১:৩৪
শিগগিরই পরমাণু আলোচনা শুরু করবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে পুনরায় আলোচনা শুরু করবে। দেশটির এক সংসদ সদস্য এ কথা জানিয়েছেন ।


রবিবার (১৭ অক্টোবর) তিনি এ কথা জানান। তাসনিম নিউজ এজেন্সি।


ওই এমপি বলেন, ইরান আগামী সপ্তাহে ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আলোচনায় যোগ দেবে।


ইরানের পার্লামেন্টের পরিকল্পনা ও বাজেট কমিশনের সদস্য বেহরুজ মোহেব্বী নাজমাবাদী টুইটারে এক পোস্টে একটি বৈঠক সম্পর্কে জানান। বৈঠকে ছিলেন কয়েকজন সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান।


বেহরুজ মোহেব্বী নাজমাবাদী পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সংসদের 'কৌশলগত পদক্ষেপ' বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে বিশেষ মনোযোগ পেয়েছে এবং এ পদক্ষেপ ‘স্পষ্ট ও গুরুতর’ বার্তা দিয়েছে।


ওই সংসদ সদস্য আরো বলেন, ইরানের প্রশাসন আগামী সপ্তাহে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছে। এতে সংসদীয় আইন একটি ‘শক্তিশালী অনুপ্রেরণা’ হিসেবে কাজ করবে।


জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নিয়ে এপ্রিলে ভিয়েনায় ইরানের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির আলোচনা শুরু হয়। ইরানে নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে এ আলোচনা বন্ধ ছিলো।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com