শিরোনাম
এবার কাশ্মীরে ২ বিহারিকে হত্যা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ১১:১১
এবার কাশ্মীরে ২ বিহারিকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার ভারতের জম্মু ও কাশ্মীরে দুই বিহারি শ্রমিককে হত্যা করা হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) তাদের হত্যা করা হয়। এনডিটিভি।


রবিবার কুলগাম জেলার ওয়ানপো এলাকায় বিহারি শ্রমিকদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় আরো এক শ্রমিক আহত হয়েছেন।


বিহারের বাসিন্দা ফুচকা বিক্রেতা অরবিন্দকুমার শাহকে শ্রীনগরে ও উত্তরপ্রদেশের বাসিন্দা কাঠের মিস্ত্রি সাগির আহমেদকে পুলওয়ামায় গুলি করে হত্যার একদিন পর এ ঘটনা ঘটলো।


চলতি মাসে এ পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ১১ বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের শিকার হলেন।


এক কর্মকর্তা জানান, চলতি মাসে হত্যাকাণ্ডের শিকার ১১ জনের মধ্যে পাঁচজন অন্য রাজ্যের। এতে এটি প্রতীয়মান হয় যে, অন্য রাজ্যের মানুষকে কাশ্মীর থেকে তাড়িয়ে দেয়ার জন্য এসব হামলা চালানো হচ্ছে।


আনন্দবাজার জানায়, কুলগাম জেলার ওয়ানপো এলাকায় হামলায় রাজা ঋষিদেব যাদব ও যোগেন্দ্র ঋষিদেব যাদব নামে দুই শ্রমিক নিহত হন। আহত হন চুনচুন ঋষিদেব যাদব। তারা নির্মাণ শ্রমিকের কাজ করতেন।


পর পর দু'দিন বিহারের বাসিন্দারা খুন হওয়ার পর ফোনে জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।


নিহত অরবিন্দ কুমার শাহ, রাজা ঋষিদেব যাদব ও যোগেন্দ্র ঋষিদেব যাদবের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছে নীতিশ সরকার।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com