শিরোনাম
যুবকের পেটে আস্ত মোবাইল!
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ০৯:২০
যুবকের পেটে আস্ত মোবাইল!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কয়েক দিন ধরেই পেট ব্যথায় ভুগছিলেন মিসরের এক যুবক। একপর্যায়ে ব্যথা সহ্য করতে না পেরে ভর্তি হন হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর তার পাকস্থলীতে ‘অচেনা বস্তুর’ উপস্থিতি দেখতে পান চিকিৎসকরা।


ওই বস্তু অপসারণে তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত দেয়া হয়। পরে অস্ত্রোপচারের পর তার পেট থেকে আস্ত একটি মোবাইল উদ্ধার করে চিকিৎসকরা। আরব নিউজ।


ওই যুবক শুক্রবার (১৫ অক্টোবর) রাতে প্রচণ্ড পেট ব্যথা নিয়ে আসওয়ান ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন।


পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের কর্মীরা ওই যুবকের পেটে মারাত্মক সংক্রমণ দেখতে পান। ওই যুবকের পেটে এক্স-রে করা হয়। এক্স-রে ‘অচেনা বস্তুর’ উপস্থিতি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।


অস্ত্রোপচারের পর চিকিৎসকরা পেট থেকে ছোট একটি আস্ত মোবাইল অপসারণ করেন। পরে জানা যায়, কয়েকমাস আগে মোবাইল ফোনটি ওই যুবক গিলে ফেলেছিলেন। মোবাইল ফোনের কারণে তার খাদ্য হজমে সমস্যা হচ্ছিলো। এজন্য তার পেটে সংক্রমণও দেখা দেয়।


অস্ত্রোপচারের পর ওই যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে কেনো তিনি মোবাইল ফোন গিলে ফেলেছিলেন তা জানা যায়নি।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com