শিরোনাম
কংগ্রেসের পূর্ণ-কালীন সভাপতি সোনিয়া গান্ধী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১৭:১৯
কংগ্রেসের পূর্ণ-কালীন সভাপতি সোনিয়া গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, তিনিই দলের পূর্ণ-কালীন সভাপতি। শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি। দলের ভেতরের সমালোচক— বিশেষ করে জি২৩ নেতাদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেছেন বলেই ধারণা করা হচ্ছে।


কংগ্রেসকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য আত্ম-নিয়ন্ত্রণ, শৃঙ্খলা, ঐক্য এবং দলের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।


২০১৯ সালে রাহুল গান্ধী সভাপতির পদ ছাড়ার পর থেকে সোনিয়া গান্ধী দলটিরঅন্তর্বর্তী সভাপতির দায়িত্ব নেন তিনি। এরপর থেকে কংগ্রেসের জি২৩ খ্যাত নেতারা এক বছরেরও বেশি সময় ধরে ‌‌সাংগঠনিক পরিবর্তন, দৃশ্যমান এবং কার্যকর নেতৃত্ব’ নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছে। অবশেষে কংগ্রেসের সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষ ওয়ার্কিং কমিটির বৈঠকে দেয়া বক্তৃতায় সোনিয়া গান্ধী বলেন, আমি সবসময় খোলামেলা কথা বলার প্রশংসা করেছি। গণমাধ্যমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলার দরকার নেই।


তিনি বলেন, আপনারা যদি অনুমতি দেন, তাহলে আমি কংগ্রেসের পূর্ণকালীন সভাপতি হতে চাই। কৃষক বিক্ষোভ, মহামারি চলাকালীন ত্রাণ সহায়তা এবং দেশের প্রান্তিক গোষ্ঠী ও সম্প্রদায়ের ওপর নিপীড়নের মতো জাতীয় ইস্যুতে তার নেতৃত্ব তুলে ধরে এসব কথা বলেন সোনিয়া।


এসময় জি২৩ নেতাদের সতর্ক করে দিয়ে সোনিয়া বলেন, ...কিন্তু এই ঘরের চার দেওয়ালের বাইরে যা জানানো উচিত তা হল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের সম্মিলিত সিদ্ধান্ত।


বিবার্তা/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com