শিরোনাম
ইতালিতে ৩ বার জোরালো ভূমিকম্প
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ০০:৫০
ইতালিতে ৩ বার জোরালো ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাত্র এক ঘণ্টায় পর পর তিন বার জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে ইতালিতে। সেই সঙ্গে প্রবল তুষারপাতে বাড়ল বিভ্রান্তি। উৎসস্থল অ্যামাট্রিস শহরের উত্তরে পাহাড়ি এলাকায়।


বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম কম্পনটি ঘটে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫দশমিক ৩। কম্পনের মাত্রা সবচেয়ে বেশি অনুভূত হয় অ্যামাট্রিস শহরে। এর ৫০ মিনিট পরে দ্বিতীয় ভূমিকম্পটি হয়। কম্পনের মাত্রা ছিল ৫.৭। তার মাত্র ১০ মিনিটের মাথায় আফটারশকের জেরে তৃতীয় বার কেঁপে ওঠে ইতালি। এবার কম্পনের মাত্রা ৫.৩। কম্পনের উত্‍সস্থল রোম থেকে ৬২ কিমি দূরে অ্যামাট্রিস শহরের।


গত কয়েকদিনে রাজধানী রোম-সহ ইতালির বিস্তীর্ণ এলাকায় তুষারপাত হয়েছে। প্রায় ৩ ফিট বরফের নীচে চাপা পড়েছে রাস্তা ও জমি। তার সঙ্গে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ায় শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। রাস্তায় তৈরি হয় বিশাল যানজট। ব্যাহত হয় উদ্ধারকাজ।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com