শিরোনাম
টেক্সাসে ফের চালু হলো বিতর্কিত গর্ভপাতবিরোধী আইন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ০৯:১৮
টেক্সাসে ফের চালু হলো বিতর্কিত গর্ভপাতবিরোধী আইন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাইডেন প্রশাসনের অনুরোধ উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের টেক্সাসে গর্ভপাতবিরোধী আইন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে আদালত। এপি।


এর আগে তীব্র আন্দোলনের মুখে টেক্সাসে সম্প্রতি পাস হওয়া গর্ভপাতবিরোধী আইন সাময়িকভাবে বাতিল করেছিলো দেশটির একটি আদালত। ওই আইনের মাধ্যমে গর্ভধারণের ছয় সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছিলো।


গত ৫০ বছরের মধ্যে এই প্রথম দেশটিতে গর্ভপাত নিয়ে এ রকম নিষেধাজ্ঞা এসেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।


আদালতের এই সিদ্ধান্তের কারণে বিতর্কিত এই আইনের বৈধতার বিষয়টি ফয়সালার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।


কয়েকদিন আগেই ওই আইনের বৈধতা চ্যালেঞ্জের মুখে পড়ায় আইনটি কার্যকর না করার অনুরোধ জানিয়েছিলো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের জেলা জজ রবার্ট পিটম্যান সেই অনুরোধ অনুমোদন করেছিলেন। তবে ফের বিতর্কিত সেই আইন চালু হলো।


টেক্সাস অঙ্গরাজ্যে পাস হওয়া ওই আইন গত মাসে কার্যকর হয়। একে যুক্তরাষ্ট্রের গর্ভপাতবিষয়ক সবচেয়ে কঠোর আইন বলা হচ্ছিলো। এরপর থেকে ওই আইনের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন নারীরা।


১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ‘রো বনাম ওয়েড’ নামের ঐতিহাসিক রায়ে মার্কিন নারীদের গর্ভপাতে বৈধতা দেয়া হয়েছিরলা। রো বনাম ওয়েড আইনের প্রসঙ্গ তুলে টেক্সাসের গর্ভপাতবিরোধী নতুন আইনের সমালোচনা করেছিলেন আন্দোলনকারীরা।


নতুন আইনকে ১৯৭৩ সালের ‘রো বনাম ওয়েড’ আইনের লঙ্ঘন বলে দাবি করছিলেন তারা। এসবের পরিপ্রেক্ষিতেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে আদালত।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com