শিরোনাম
করোনা ঠেকাতে ভিয়েতনামে কুকুর-বিড়াল হত্যা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ১১:১৬
করোনা ঠেকাতে ভিয়েতনামে কুকুর-বিড়াল হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে ভিয়েতনামে। দেশটির লং অ্যানে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে গেলে ওই শহরের এক দম্পতি চা মাউ প্রদেশের খান হাং এলাকার উদ্দেশ্যে রওয়ানা হন। খান হাংয়ের পরিস্থিতি কিছুটা ভালো। বিবিসি।


এসময় তাদের সঙ্গে ছিলো পোষা ১৫টি কুকুর। তিন আত্মীয় এবং ওই আত্মীয়দের তিনটি কুকুর ও একটি বিড়াল।


ওই শহরে পৌঁছানোর পর ওই দম্পতি ও তাদের তিন আত্মীয়ের দেহে করোনা শনাক্ত হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ ওই প্রাণীগুলোকে মেরে ফেলে। এসব প্রাণী থেকে হয়তো করোনা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই এ কাজ করা হয়।


ফাম মিন হাং নামে ৪৯ বছর বয়সী ওই রাজমিস্ত্রি বলেন, এই ঘটনার পর আমি এবং আমার স্ত্রী খুব কেঁদেছি। আমরা ঘুমাতে পারছি না। আমার এটা বিশ্বাস হচ্ছে না যে সত্যিই এমন কিছু ঘটেছে। আমরা আমাদের বাচ্চাদের (কুকুরগুলো) বাঁচাতে কোনো কিছুই করতে পারলাম না।


তিনি আরো বলেন, আমি এবং আমার স্ত্রী ১৫টি কুকুরকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। চা মাউ প্রদেশে প্রবেশের পর এক স্বেচ্ছাসেবীকে দু’টি কুকুর দিয়ে দেই। আর একটি পথিমধ্যেই মারা যায়। আমাদের মোট ১২টি কুকুর ছিলো।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com