শিরোনাম
জার্মানিতে মাইকে আজান দেয়ার অনুমতি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ১২:১৮
জার্মানিতে মাইকে আজান দেয়ার অনুমতি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জার্মানির কোলোন নগরীতে স্থানীয় প্রশাসন শুক্রবার মসজিদের মাইকে আজান দেয়ার অনুমতি দিয়েছে। ইউরোপের বিখ্যাত এই নগরীর মেয়র হেররিটে রেকে এই অনুমতি দেন। ওয়েবসাইট।


নগরীর ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পদক্ষেপ হিসেবেই আজানের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র হেররিটে রেকে।


আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য দুই বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।


এই প্রকল্পের অংশ হিসেবেই মসজিদে শুক্রবার জুমার নামাজের জন্য মাইকে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন কোলোনের এই মেয়র।
মেয়র হেররিটে রেকে বলেন, স্থানীয় মুসলিম বাসিন্দাদের অনুরোধে আমরা জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেয়ার বৈধতা দিয়েছি।


জার্মান এ শহরটিতে ২০১৭-১৮ সালেই তুরস্ক থেকে এসেছেন ৫৫ হাজার মুসলিম অভিবাসী। দেশটির অন্য যে কোনো নগরী থেকে এখানে মুসলিমদের বসতি সবচেয়ে বেশি।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com