শিরোনাম
সৌদিতে খাবার খেয়ে অসুস্থ ১৫০
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১৪:১১
সৌদিতে খাবার খেয়ে অসুস্থ ১৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের একটি রেস্তোরাঁর খাবার খেয়ে অন্তত ১৫০ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এ ঘটনায় রেস্তোরাঁটি বন্ধ এবং এর কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার তায়েফ নগরী থেকে ১০০ কিলোমিটার দূরে তুরাবাহ এলাকায় এ ঘটনা ঘটে।

 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, মন্ত্রণালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বিভাগ স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে হাসপাতাল থেকে একটি জরুরি কল পায়। তাদের জানানো হয়- রেস্তোরাঁর খাবার খেয়ে ৩৬ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

 

তিনি বলেন, পরে বিষক্রিয়ায় আক্রান্ত আরো রোগী হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল থেকে ওই বার্তাটি পেয়ে অতিরিক্ত রোগীদের সামাল দিতে মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে সেখানে ১৫টি মেডিকেল টিম পাঠায়।

 

তবে স্থানীয় একটি নিউজ পোর্টাল ‘সবক’ জানায়, শর্মা ও স্যান্ডউইচ খাওয়ার পর ১৭৫ জন জানায় তারা অসুস্থবোধ করছে।

 

ইতোমধ্যে চিকিৎসা শেষে মোট ৭৩ জন বাড়ি ফিরে গেছে। বর্তমানে একটি শিশু হাসপাতালে ছয় শিশু চিকিৎসাধীন রয়েছে। এদিকে তুরবাহ হাসপাতালে ৪৫ রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিইয়াহ হাসপাতালে ১৯ রোগীকে এবং খুরমা হাসপাতালে সাত জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র: গালফ টাইমস ও এএফপি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com