শিরোনাম
সুইজারল্যান্ডে সমকামি বিয়ের পক্ষে রায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৬
সুইজারল্যান্ডে সমকামি বিয়ের পক্ষে রায়
প্রিন্ট অ-অ+

জরিপের রিপোর্টকে ভুল প্রমাণ করে সমকামী দম্পতিদের পূর্ণবিবাহ এবং দত্তক অধিকার প্রদানের একটি আইন সুইস নাগরিকদের প্রায় দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হয়েছে। ওয়েবসাইট।


রবিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিতো ভোটের ফলাফল সুইজারল্যান্ডকে বিশ্বব্যাপী ৩০তম দেশ এবং পশ্চিম ইউরোপের শেষ দেশগুলোর মধ্যে একটি পুরুষ-পুরুষ এবং মহিলা-মহিলা দম্পতির নাগরিক বৈবাহিক মর্যাদা প্রসারিত করার পক্ষে রায় দেয়।


প্রায় ৬৪ দশমিক ১ শতাংশ ভোটার এ সংস্কার গ্রহণ করেন এবং ২৬ সুইস ক্যান্টনের কেউ এর বিরুদ্ধে আসেননি। ছোট ক্যান্টন অ্যাপেনজেল ইনার রোডেন, যেখানে ৫০ দশমিক শতাংশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তারাই ছিলো সবচেয়ে দ্বিধাগ্রস্ত।


সুইজারল্যান্ড সরকার এ ফলাফলকে স্বাগত জানিয়েছে। সুইস আইনমন্ত্রী কারিন কেলার-সুটার বলেছেন, এর অর্থ বর্তমান বৈষম্যের অবসান হলো এবং রাষ্ট্র নাগরিকদের ওপর এমন কিছু চাপিয়ে দেবে না যে, তাদের কীভাবে জীবনযাপন করতে হবে।


বিবার্তা/জুয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com