শিরোনাম
নিখোঁজ মালয়েশীয় বিমানের তল্লাশি স্থগিত
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ১৪:২৬
নিখোঁজ মালয়েশীয় বিমানের তল্লাশি স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিখোঁজ হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ বিমানটির কোনো খোঁজ না পাওয়ায় এটি উদ্ধারে তল্লাশি অভিযান স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং চীনের তরফ থেকে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, ভারত মহাসাগরে এক লাখ ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকা তল্লাশি করার পরও নিখোঁজ বিমানটির কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। সেজন্য অত্যন্ত দুঃখের সাথে তল্লাশি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

তবে নিখোঁজ বিমানটির যাত্রীদের স্বজনরা এ সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে বর্ণনা করে বলেছেন, এ সিদ্ধান্ত পুনঃবিবেচনা করা উচিত।

 

নিখোঁজ বিমানটির যাত্রীদের স্বজনরা এ সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে বর্ণনা করেছেন

 

বিবৃতিতে জানানো হয়, বিমানটি ঠিক কোথায় হারিয়ে যেতে পারে সে সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এ ব্যাপারে তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা।

 

২০১৪ সালের মার্চে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি নিখোঁজ হয়। বিমানটিতে ২৩৯ জন যাত্রী ছিল। এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে বিমানের ২০টি টুকরা উদ্ধার করা হয়েছে; যার মধ্যে সাতটি টুকরাকে নিখোঁজ মালয়েশীয় বিমানের বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com