শিরোনাম
স্বামীর শরীরের গন্ধে স্ত্রীর অ্যালার্জি, অতঃপর…
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ১২:৩২
স্বামীর শরীরের গন্ধে স্ত্রীর অ্যালার্জি, অতঃপর…
বিয়ের ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ২৯ বছর বয়সী জোহানা ওয়াটকিনস। তিনি তার স্বামী স্কটকে ছুঁতে পারেন না। এমনকি তার সাথে এক ঘরে সময়ও কাটতে পারেন না। কারণ, প্রায় সবকিছুর প্রতিই, এমনকি তার স্বামীর শরীরের গন্ধের ব্যাপারেও তার এক ধরনের অ্যালার্জি আছে।

 

অর্থাৎ তার দেহের রোগ প্রতিরোধী ব্যবস্থায় এমন একটা সমস্যা আছে যে কারণে তিনি তার স্বামীর সাথে থাকতে পারেন না। এই অ্যালার্জির নাম মাস্ট সেল অ্যাক্টিভেশন সিনড্রোম। সে কারণে জোহানা আর স্কটের দাম্পত্য জীবন অন্যদের চাইতে একেবারেই আলাদা।

 

জোহানা বলেন, ‘ধরুন, আমরা একটা সিনেমা দেখতে চাইলাম। কিন্তু সমস্যা হলো স্কট এবং আমি তো এক ঘরে থাকতে পারি না। কারণ তার ব্যাপারে আমার অ্যালার্জি আছে। তখন আমরা আলাদা আলাদা ঘরে ল্যাপটপ নিয়ে বসি। এভাবেই আমরা একসাথে ছবি দেখি এবং একে অপরকে টেক্সট করে জানাই কার কেমন লাগছে।’

 

জোহানা একাই একটি ঘরে থাকেন। ওই ঘরের দরজা জানালা বন্ধ থাকে। বাতাস শোধনের জন্য সেখানে একটি যন্ত্রও আছে। তারা বিয়ে করেছেন ২০১৩ সালে। কিন্ত বিয়ের আগে জোহানা ভাবতেও পারেননি যে পরিস্থিতি এতটা খারাপ হতে পারে।

 

জোহানা ছিলেন শিক্ষক। একসাথে তারা হাইকিংয়ে যেতেন। তখনও তার শরীরে লাল লাল হয়ে ফুলে উঠতো। পেটের ভেতরে অস্বস্তি হতো। মাথা ধরতো। কিন্তু বিয়ের পর এসব অবস্থা আরো খারাপ হয়েছে।

 

স্বামী স্কট বলেন, ‘তিন থেকে চার বছর আগে, ওর শরীরে অ্যালার্জি ধরা পড়ার আগে, আমি যখন ওর খুব বেশি ঘনিষ্ঠ হতাম, বিশেষ করে আমার মুখ যখন ওর মুখের কাছাকাছি যেতো, তখনই সে কাশতে শুরু করতো।’

 

তিনি জানান, এজন্য তারা অনেক কিছুই একসাথে করতে পারেন না। এবং সেসব তাদেরকে মেনে নিতে হয়েছে। কিন্তু তারা যে শারীরিকভাবে আর একসাথে বসবাস করতে পারছেন না সেটা তারা জানতে পেরেছেন গত বছর।

 

অ্যালার্জি বাড়ার আগের ছবি

 

জোহানা বলেন, ‘আমরা দেখলাম যখন স্কট ঘরে আসতো আমি খারাপ ফিল করতে শুরু করতাম। তারপর একদিন সে তার চুল কেটে ঘরে ঢুকলে দুই মিনিটের মধ্যেই আমার অবস্থা খুব খারাপ হয়ে গেলো। তখনই তাকে ঘর থেকে বেরিয়ে যেতে হলো।’

 

তার এক সপ্তাহ পর স্কট আবার তার স্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করলো। কিন্তু তখনও ঘটলো একই ঘটনা। তখন তারা বুঝতে পারলো যে তাদের জীবনে নাটকীয় এক পরিবর্তন ঘটতে যাচ্ছে।

 

জোহানা বলেন, ‘এর আগে আমার বাবা মা বা অন্য লোকজনের ব্যাপারে আমার অ্যালার্জি ছিলো। কিন্তু এটা যখন ওর ব্যাপারে হলো তখন সেটা খুব ভয়াবহ হয়ে দাঁড়ালো।’

 

এরপর তিনি যেসব চিকিৎসা নিয়েছেন তাতে খুব একটা লাভ হয়নি। তারা নিজেরাও জানেন না কখনও এই অবস্থার উন্নতি ঘটবে কিনা।

 

স্বামী স্কট বলেন, ‘এই সমস্যার সহজ কোনো সমাধান নেই। তবে আমি জোহানাকে নিরাপদ দেখতে চাই। এখন তার ব্যাপারে আমার যত্ন নেয়ার একমাত্র উপায় হচ্ছে তার কাছে না যাওয়া। আমি ওর সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করব।’

 

জোহানা জানান, বিয়ের প্রথম রাতেই তারা অঙ্গীকার করেছিলেন যে কেউ কাউকে ছেড়ে যাবেন না। স্কট বলেন, কখনো কখনো তারা এই পরিস্থিতির কারণে ক্ষুব্ধ হয়ে উঠেন কিংবা হতাশ হয়ে যান।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com