শিরোনাম
আইসোলেশন কাটিয়ে শিকারে পুতিন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭
আইসোলেশন কাটিয়ে শিকারে পুতিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইসোলেশন কাটিয়ে শিকারে গেছেন। তাজিকিস্তানে একটি নিরাপত্তা বৈঠকের পর সফরসঙ্গী কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি আইসোলেশন শুরু করেন। ছিলেন লোকচক্ষুর অন্তরালে, বাতিল করেন সরকারী সফর। এবার তাকে দেখা গেলো সাইবেরিয়ায় শিকার করতে।


রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন পুতিনের ২০টি ছবি প্রকাশ করেছে। এর মধ্যে অন্যতম হাঁটুজল নদীর মধ্যে পুতিনের দাঁড়িয়ে থাকার ছবি। মাথায় রয়েছে টুপি। এছাড়া তাকে দেখা গেছে মাছ ধরতে কিংবা রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে আলোচনা করতে।


পুতিনকে প্রায়ই সানগ্লাস ঘোড়ার পিঠে বসে কিংবা রাইফেল হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। বছর তিনেক আগে শীতকালের তুষার ঘেরা কনকনে সাইবেরিয়ার হিমশীতল জলাধারে সাঁতার কাটতে দেখা গিয়েছিল তাকে। সূত্র: এনডিটিভি


বিবার্তা/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com