শিরোনাম
ইস্তাম্বুল হামলার মূল সন্দেহভাজন আটক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ০৯:০০
ইস্তাম্বুল হামলার মূল সন্দেহভাজন আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংরেজি নতুন বর্ষ বরণের অনুষ্ঠান চলাকালে তুরস্কের ইস্তাম্বুলে রেইনা নাইটক্লাবে হামলার প্রধান সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ৩৪ বছর বয়সী আবদুলকাদির মাশারিপভ উজবেকিস্তানের নাগরিক। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

 

পুলিশ জানায়, আবদুলকাদিরকে তার চার বছর বয়সী ছেলের সাথে পায় তারা। সেসময় আবদুলকাদির ইস্তাম্বুলের ইসেনইউয়ার্টে তার কিরগিজ এক বন্ধুর বাড়িতে ছিল। পুলিশ তার ওই কিরগিজ বন্ধু সাথে আরো তিন নারীকে আটক করেছে।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় গণমাধ্যমে ওই ব্যক্তির যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় ধুসর রঙের টি-শার্ট পরা এক লোকের প্রচণ্ড মার খাওয়া থেতলানো মুখ। কেউ একজন তার গলা সামনের দিক থেকে ধরে আছে।

 

নাইটক্লাবের ওই হামলায় ৩৯ জন নিহত ও ৭০ জন আহত হয়েছিল। নিহতদের মধ্যে ইসরাইল, ফ্রান্স, তিউনিসিয়া, লেবানন, ভারত, বেলজিয়াম, জর্ডান এবং সৌদি আরবের নাগরিক ছিলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সিরিয়ায় তুর্কি বাহিনীর অভিযানের প্রতিশোধ হিসেবে তারা এ হামলা চালায় বলে দাবি করেছিল।

 

আশঙ্কা করা হচ্ছিল এই বন্দুকধারী তুরস্কের পার্শ্ববর্তী আইএস নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে যেতে পারে। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com