শিরোনাম
সরকারি চাকরি ছেড়েছেন ১,৪৬১সউদি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৭, ২০:১৯
সরকারি চাকরি ছেড়েছেন ১,৪৬১সউদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সউদি আরবের ১,৪৬১ জন সরকারি কর্মী গত বছর চাকরি ছেড়েছেন। এদের ১৭৭ জন নারী।


দেশটির সিভিল সার্ভিসেস মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানমূলক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। এতে বলা হয়, ২০১৫-১৬ অর্থবছরে মন্ত্রী পর্যায়ের ৩৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তা চাকরি ছেড়েছেন। এছাড়া আট জন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ৩৬জন সিনিয়র কর্মকর্তাকে ''অন্য কারণে'' চাকরীচ্যুত করা হয়েছে। ''অন্য কারণে''র ব্যাখ্যা দিয়ে বলা হয়, দায়িত্ব পালনে অপারগতা, কর্মস্থলে বার বার অনুপস্থিতি ইত্যাদি কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে।


উল্লেখ্য, সউদি আরবের সিভিল সার্ভিসেস মন্ত্রণালয় গত বছর সরকারি কর্মীদের ব্যাপারে কিছু বিধি জারি করে, যার ফলে কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়ন বাধ্যতামূলক। এর ভিত্তিতে তাদের 'চমৎকার' থেকে শুরু করে 'অসন্তোষজনক' - এই পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়। এর ওপরই নির্ভর করে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি ও বোনাস। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com