শিরোনাম
যুক্তরাষ্ট্র-ব্রিটেন-অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা চুক্তিতে মালয়েশিয়ার উদ্বেগ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪১
যুক্তরাষ্ট্র-ব্রিটেন-অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা চুক্তিতে মালয়েশিয়ার উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন প্রযুক্তি দেয়ার জন্য দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ‘অ্যাকুস প্যাক্ট’ নামে যে ‍চুক্তি করেছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে মালয়েশিয়া।


এর আগে চীন ওই চুক্তিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘সংকীর্ণমনা’ চুক্তি হিসেবে অভিহিত করেছে এবং ফ্রান্স ওই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করার লক্ষ্যে এ চুক্তি সই করা হয়েছে। এছাড়া এ চুক্তি স্বাক্ষরের কারণে ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার বিশাল বাজেটের চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া।


এদিকে মালয়েশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা তৈরি করতে পারে।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এ চুক্তির ফলে এ অঞ্চলের অন্য শক্তিগুলো এর চেয়ে বেশি বিদ্বেষমূলক পদক্ষেপ নিতে উৎসাহিত হতে পারে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com