শিরোনাম
মোদির জন্মদিনে উৎসবের আমেজ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫
মোদির জন্মদিনে উৎসবের আমেজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা রেখেছেন ৭১ বছরে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তার জন্মদিন উপলক্ষে ভারতজুড়ে করোনারোধী টিকাদানের মহোৎসব শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি। একদিনে সর্বোচ্চ টিকাদানের রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েছে তারা।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, মোদির জন্মদিন ও ‘জনসেবায় ২০ বছর’ পূর্তি উপলক্ষে ২০ দিনব্যাপী ‘সেবা ও সমর্পণ অভিযান’ শুরু করেছে বিজেপি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া বলেছেন, চলুন টিকা নেই। যারা এখনো নেননি, তারা টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের উপহার দেই।


গত ২১ জুন ৮৮ লাখ ৯ হাজার টিকা দিয়ে একদিনে সর্বোচ্চ টিকাদানের নতুন রেকর্ড গড়েছিলো ভারত। গত ২৭ আগস্ট সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ে দেশটি। ওই দিন বিশ্বে প্রথমবার কোনো দেশে একদিনে এক কোটির বেশি টিকা দেয়ার রেকর্ড গড়ে ভারত। বিজেপির লক্ষ্য, মোদির জন্মদিনে সেই রেকর্ডও ছাপিয়ে যাওয়া।


এরই মধ্যে বিশাল এ কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দৈনিক টিকাদানের হার দ্বিগুণ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। নামানো হয়েছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী। আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি।


টিকাদানের পাশাপাশি এতে পরিচ্ছন্নতা অভিযান ও রক্তদান ক্যাম্পেইনেরও আয়োজন থাকছে। এছাড়া বিজেপি কর্মীরা নিজেদের জনসেবায় নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে পাঁচ কোটি পোস্টকার্ড পাঠাবেন বলেও ঠিক করা হয়েছে।


বিবার্তা/ওবাইদুল্লাহ/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com