শিরোনাম
ভারতে করোনা শনাক্ত ও মৃত্যু বেড়েছে
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৫২
ভারতে করোনা শনাক্ত ও মৃত্যু বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চার দিন পর ভারতের দৈনিক কোভিড সংক্রমণ ৩০ হাজার ছাড়িয়েছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫৭০ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৩২৫ জন। নতুন করে প্রাণ হারিয়েছেন ৪৩১ জন। ১৩ দিন পর দৈনিক মৃত্যু আবার ৪০০ ছাড়াল। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৪৩ হাজার ৯২৮ জনে।


তবে সক্রিয় রোগীর সংখ্যা কমে সাড়ে তিন লাখের নিচে নেমেছে। এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৯২৩ জন। রাজ্যগুলোতে শনাক্তের সংখ্যা একই রকম রয়েছে।


কেরালায় গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৮১ রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া মহারাষ্ট্রে ৩ হাজার ৭৮৩ জন, তামিলনাড়ুতে ১ হাজার ৬৫৮ জন, অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৪৪৫ জন এবং কর্নাটকে ১ হাজার ১১৬ জন শনাক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসামেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণ। তবে মিজোরামে ১ হাজার ৪০২ জন শনাক্ত হয়েছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com