শিরোনাম
ভারতে ফের বাড়লো করোনা সংক্রমণ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৭
ভারতে ফের বাড়লো করোনা সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে মঙ্গলবারের তুলনায় বুধবার করোনা্ সংক্রমণ বেড়েছে প্রায় দুই হাজার। গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত চার দিন ধরেই দেশটিতে দৈনিক সংক্রমণ রয়েছে ৩০ হাজারের নিচে। খবর আনন্দবাজার অনলাইনের।


এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৪৯৭ জনের। সক্রিয় রোগী কমে হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৮৭ জন।


কেরালা রাজ্যে শনাক্তের সংখ্যা গত কয়েক দিনে কমেছে। গত দু-তিন ধরে সেখানে শনাক্তের সংখ্যা ১৫ হাজারের আশপাশে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩ হাজার ৫৩০। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ১ থেকে দেড় হাজারের মধ্যে ঘুরছে শনাক্তের সংখ্যা।


কর্নাটকে কমে হাজারের নিচে নেমেছে। পশ্চিমবঙ্গেও ৬০০ থেকে ৭০০ ঘরে অনেকদিন ধরেই রয়েছে দৈনিক শনাক্তের সংখ্যা। ওড়িশা এবং আসামে তা ৫০০ নিচে নেমেছে। কিন্তু মিজোরামে শনাক্তের সংখ্যা দুইদিন কম থাকার পর আবার হাজার ছাড়িয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com