শিরোনাম
আফগানিস্তানকে ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:১১
আফগানিস্তানকে ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে ব্যাপকভাবে অর্থনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। বৃদ্ধি পেয়েছে দারিদ্র্যতা। এই অবস্থায় দাতাগোষ্ঠী আফগানিস্তানকে ১০০ কোটি ডলারেরও (১ বিলিয়ন) বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। খবর আল জাজিরার।


সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আফগানিস্তানে অর্থ সহায়তা নিয়ে কথা বলেন। তিনি বলেন, কয়েক দশকের যুদ্ধ, ভোগান্তি এবং নিরাপত্তাহীনতার পর আফগানরা ‘সম্ভবত সবচেয়ে বিপজ্জনক সময়ের’ মুখোমুখি হচ্ছে।


এর আগে গত শুক্রবার আফগানিস্তান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব গুতেরেস সাংবাদিকদের বলেন, অর্থের অভাবে আফগানিস্তানে জাতিসংঘের কর্মীদের বেতন পর্যন্ত দেওয়া সম্ভব হচ্ছে না।


সোমবারের জাতিসংঘের এই সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র ৬ কোটি ৪০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয়। এছাড়া ফ্রান্স জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে আফগানিস্তানের জনগণকে ১১ কোটি ৮০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয়।


পশ্চিমা সমর্থিত আফগান সরকারের পতনের আগে দেশটি কয়েকশ কোটি ডলার বিদেশি সহায়তা পেয়ে আসছিল। কিন্তু তালেবানের ক্ষমতা দখলের পর সেই সহায়তা হঠাৎ বন্ধ হয়ে যায়। এ কারণে আফগানিস্তানে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কর্মসূচির ওপর চাপ বেড়ে গেছে।


বিবার্তা/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com