শিরোনাম
দুবাই গিয়েও...
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৭:৫৯
দুবাই গিয়েও...
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওরা নিশ্চয়ই দুবাই গিয়েছিল জীবীকার সন্ধানে। যোগ্যতা অনুযায়ী কাজও পেয়েছিল হয়তো। কিন্তু ওতে তাদের মন ভরেনি। তাই তারা বেছে নিলো অন্ধকার পথ।


ওরা হলো কতিপয় এশিয়ান শ্রমিক। দুবাইয়ের মুহাইসিনা এলাকায় নিজেদের বাসস্থানের কাছে ১০টি পরিত্যক্ত ম্যানহোলকে গোপনে সাফসুতরো করে ওরা 'গুদাম' বানালো। তারপর সেখানে জড়ো করতে লাগলো যতোসব চোরাইমাল। কী নেই সেখানে - রান্নাবান্নার সরঞ্জাম থেকে শুরু করে কম্বল, কার্পেট, গৃহস্থলী সামগ্রী, নানা যন্ত্রপাতি সবই আছে। সবই আবার প্যাকেট করা; চাহিবামাত্র ক্রেতাকে সরবরাহের উপযোগী।


তবে কথায় বলে, চোরের দশ দিন, গেরস্থের একদিন। সেই ''এক দিনে'' পৌর কর্তৃপক্ষ খবর পেয়ে গেলো, কতিপয় এশিয়ান শ্রমিক পরিত্যক্ত ম্যানহোলকে গুদাম বানিয়ে চোরাই মাল রাখছে। কর্তৃপক্ষ যাতে বিষয়টি টের না পায় সে জন্য ওরা ওসব ম্যানহোলের মুখ ঢেকে দিয়েছে পুরনো কাঠ ও কারটন দিয়ে।


খবর পেয়ে দুবাই পৌরসভার জরুরি পরিবেশ দফতরের কর্মকর্তারা গত শনিবার অভিযান চালিয়ে সব চোরাই মাল বাজেয়াপ্ত ও ধ্বংস করেন। এসব মালামালের পরিমাণ ৩০ টন।


এই অপকর্মে জড়িতরা কোন দেশের এবং ধরা সম্ভব হয়েছে কীনা তা জানা যায়নি। সূত্র : খালিজ টাইমস


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com